All Category Media 1 Buy & Sell 2
Moinul Islam Photo
User

ভাই মনেহয় গ্রুপে নতুন তাই এই গ্রুপের এডমিন রা কি করেছে তার সম্পর্কে হয়তো উনি অবগত নয় এমন অনেকই হয়তো এই গ্রুপের সম্পর্কে অবগত নয় তাই সবার বুঝার সুবিধার্থে একটু পোস্ট করে দিলাম বিগত সময়ের কার্যক্রম গুলো।

১) কুতুবপুরবাসী গ্রুপ এর পূর্ব নাম ছিলো পাগলাবাসী গ্রুপ, যেটা করনার সময় ২০২০ সালের ২৪ মার্চ পাগলা এলাকার অসহায় মানুষদের পাশে দারানোর উদ্দেশ্য খোলা হয়। সবার থেকে টাকা উঠিয়ে অসহায়দের পাশে দাঁড়ানো হয়। কত টাকা উঠানো হয়েছিল কোথায় খরচ করা হয়েছিল সম্পূর্ণ হিসাব এখন পর্যন্ত আছে 👉 https://ourmoin.github.io/donation-for-coronavirus/ 👈 এই লিংক এ।

২) ২০২১ সালে গ্রুপ এর এক বছর পূর্তিতে প্রথমবারের মতো পাগলা এলাকার সকল সনামধন্য সংগঠন নিয়ে পাগলা এলাকার সকল মানুষের সুভিধার্থে 👉 https://areaphonebook.com/ 👈 এই তথ্যবহুল ওয়েবসাইটি লঞ্চ করা হয়। এখানে পাগলা এলাকার সকল ধরনের তথ্য ও ফোন নাম্বার পাওয়া যায় এবং এর থেকে অনেক বড় কেক কাটা ও প্রায় ১০০ জন এর মেহমানদারীও করা হয়।

৩) ২০২২ সালে কুতুবপুরের ২৫ জন অনলাইন উদ্যোক্তাদের নিয়ে প্রথমবারের মতো, মিরকুঞ্জ পার্টি সেন্টারে কুতুবপুরে প্রথম বাণিজ্য মেলা আয়োজন করা হয়। টপ কন্ট্রিবিউটরদের পুরস্কার দেওয়া, কুতুবপুরের ১০০+ সংগঠনকে চেয়ারম্যান স্বীকৃত সার্টিফিকেট প্রদান, কুতুবপুরের বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান ও Area Phonebook প্লে স্টোর এর অ্যাপ লঞ্চ করা হয়। ওই প্রোগ্রামে ৯৯ টাকা করে প্রায় ৫০০ টিকিট সেল হয় এবং দিনশেষে প্রায় ৪২০০ মানুষের আনাগোনা হয়। এই 👉 https://youtu.be/Yv3Vigq4huM?si=EwxFCuSKOyGLrlPL 👈 লিংক এ ওই প্রোগ্রামের কিছু চিত্র তুলে ধরা হয়েছে। ওই বছর ই এই গ্রুপের নাম কুতুবপুরবাসী গ্রুপ হয়।

৪) ২০২৩ সালে আবারো সিসিলি কমিউনিটি সেন্টারে দ্বিতীয়বারের মতো কুতুবপুরের বাণিজ্য মেলা অনুষ্ঠিত করা হয় এবার ৫০ জন অনলাইন উদ্যোক্তা নিয়ে মেলাটি আয়োজিত হয়, এবং সবাইকে সম্মাননা সার্টিফিকেট প্রদান করা হয়। ওই বছর ৫০ টাকা করে প্রায় তিন হাজার টিকিট বিক্রি হয় এবং দিনশেষে প্রায় ৭২০০ লোকের আনাগোনা হয়। এখানে কোন লিংক দিতে পারলাম না কারণ ওই বছর আমাদের গ্রুপটি ফেসবুক থেকে কমিউনিটি স্ট্যান্ড খায়, তারপর এই গ্রুপটি খোলা হয়। নয়তো মেম্বার সংখ্যা আরো বেশি থাকতো। তবে ফেসবুক, ইউটিউবে ও গুগোলে কুতুবপুরের বাণিজ্য মেলা লিখে সার্চ করলে কিছু রেজাল্ট পাবেন।

৫) ২০২৪ সালে শীতে মেলাটি আয়োজন করার জন্য অপেক্ষা করা হয়েছিল কিন্তু দেশের পরিস্থিতি ভালো না থাকায় সেবার মেলাটি আয়োজন করা হয়নি। ইনশাল্লাহ এবার ২০২৫ সালে আরো ধুমধাম করে প্রোগ্রামটি তৃতীয়বারের মতো আয়োজন করা হবে।

বিঃ দ্রঃ গ্রুপের কর্মকান্ডে অনেক সময় অনেক আর্থিক লেনদেনের সম্মুখীন হতে হয়েছে তবে গ্রুপের ভূমিষ্ঠ লগ্ন থেকে আচ্ছা এখন প্রত্যেকটা পয়সার হিসাব রয়েছে কিন্তু কিছু জিনিস চাইলেই পাবলিক করা যায় না তাই যদি কারো কোন ইসু থেকে থাকে তাহলে গ্রুপ এডমিনদের সাথে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে। গ্রুপের সকল কর্মকাণ্ড সমাজ কেন্দ্রিক এবং এখানে হাইলাইট কিছু তথ্য দেওয়া হয়েছে। কুতুবপুরের ব্লাড ডোনার গ্রুপ, কুতুবপুর সেলার গ্রুপ, এবং আমাদের কুতপুরবাসী গ্রুপের লোগো দেখলে বুঝতে পারবেন এখানে আমাদের ইউনিয়নের ৯ টি ওয়ার্ড ও ৩১ টি গ্রাম প্রতিফলিত হয়েছে। এবং এই গ্রুপটি আমাদের কুতুবপুর ইউনিয়নের সকলের আবেগের সাথে জড়িত যা অন্যান্য গ্রুপের ১০ লাখ মেম্বার থাকলেও এই গ্রুপের সাথে তুলনা হবে না। ধন্যবাদ।

See more
User

সবাই ফুচকা খাবে?

Post Image
User
Post Image
User
Post Image
User

স্যারের সাথে এক বিকেল

See more
Post Image